রফিকুর ইসলাম বাবু ॥
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাজী বাড়ি সংলগ্ন মাল বাড়ির বিলের পাট ক্ষেতে ৫০ বছরের এক বৃদ্ধাকে ৩১ মে বুধবার একই বাড়ির মান্নান মাল (৩৫) ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষনের বিচার না পেয়ে নিরাপত্তাহীনতায় পরিবার।
জানা যায়, ধর্ষনকারীর ছেলের বউ বাবার বাড়িতে বেড়াতে আসলে শ্বাশুড়িকে বলে মা পাটের শাক দিয়ে ভাত খাব। মা ছেলের বউয়ের কথা শুনে বাড়ির পাশের বিলের পাট ক্ষেত থেকে পাটের শাক আনতে যায়। উৎ পেতে থাকা মান্নান মাল ঐ বৃদ্ধার পেছনে পেছনে ছুটে যায়। যখন বৃদ্ধা ক্ষেতের ভেতরে প্রবেশ করে, তখন লম্পট মান্নান বৃদ্ধার উপর ঝাপিয়ে পড়ে। পরে বৃদ্ধার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মান্নান ঘটনাস্থল ত্যাগ করে। মান্নানের বোন সুরাইয়া জানায়, আমি কুমিল্লা ছিলাম। ঘটনাটি শুনে আমি বাড়িতে এসেছি। তবে এটা সত্য ঘটনা। আমরা ঐ বৃদ্ধার পরিবার ও স্থানীয়রা বসে দুই এক দিনের মধ্যে সমস্যাটি সমাধান করব। ধর্ষিতার স্বামী তাফাজ্জল হোসেন মাল জানায়, আমার স্ত্রী ধর্ষণ হওয়ার পর মান সম্মানের ভয়ে স্থানীয় এলাকার গর্ণমান্য ব্যাক্তি ও মেম্বাররা বিষয়টি সুরাহা করার আশ্বাস দেন। এ নিয়ে ৫বার বসার তারিখ নির্ধারণ করা হলেও তারা বসছে না। পরিশেষে বৃহস্পতিবার রাত ১০টায় স্থানীয় মহিলা মেম্বার মুন্নি বেগম আমাকে ফোন করে বলে, শুক্রবার বাড়িতে বসা হবে না। রবিবার তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদে সকাল ১০টায় বসা হবে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিলে ধর্শকের বোন সুরিয়া বেগম ও ভাই রুকু মাল আমাকে ও আমার ছেলেদের কে হত্যা করবে বলে হুমকি দেয়। আমি এখন জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছি। প্রশাসনের কাছে আমার স্ত্রীর ধর্ষনের ঘটনায় বিচারের সহযোগীতা চাই। এ নিয়ে এলাকায় প্রতিদিনই বিভিন্ন ধরনের ঝগড়া সৃষ্টি চলছেই। এ ঘটনায় চৌকিদার হারুনুর রশিদ ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে বলে স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়। তবে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।