চাঁদপুরে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলা বি এন পি’র উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় বি এন পি’র দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় বি এন পি’র সদস্য ও জেলা বি এন পি’র সাধারন সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ মানিক এর নের্তৃত্বে প্রায় ৫সহস্রাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে ঢাক-ঢোল, বাঁশি-খঞ্জি, বাহারী রং এর বেলুন ও নানা রং এর পেষ্টুন সহকারে বর্ণাঢ্য র্যালীটি শহরের গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় পুরো শহর স্লোগানে স্লোগানে মুখরিত হয়। বর্ণাঢ্য র্যালী শেষে তারেক রহমানের জীবদ্বসার নানা মুখি গুন-কির্তন নিয়ে আলোচনা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বি এন পি’র সদস্য ও জেলা বি এন পি’র সাধারন সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ মানিক। এসময় উপস্থিত ছিলেন জেলা বি এন পি’র সহ-সভাপতি আব্দুল হামিদ মাষ্টার, এড. সলিম উল্যা সেলিম, যুগ্ম সম্পাদক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, মনির চৌধুরী, আক্তার হোসেন মাঝি, এড. জাহাঙ্গীর হোসেন খান, সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারন সম্পাদক আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবদ দলের সদস্য সচিব হযরত আলী ঢালী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আমিন খান আকাঁশ, মানিকুর রহমান মানিক, সাধারন সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল, সাবেক যুগ্ম সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশু, শহর যুবদলের আহ্বায়ক আবদুল কাদির বেপারী, যুগ্ম আহ্বায়ক শাহনুর বেপারী শানু, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহম্মেদ বাহার, যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি প্রমুখ।
এদিকে তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাত ১২টা ১মিনিটে বি এন পি’র দলীয় কার্যালয়ে কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়।
শিরোনাম:
শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।