শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরের তালতলা বকাউল বাড়ি রোডে ল্যান্ড ব্যবসা সমবায় সমিতির প্রজিম হাউজিং লিমিটেড এর মোহছেনা গার্ডেন এর নব নির্মিত ৮ তলা ভবনের একাশং ধসে পড়ায় এলাকাবাসির মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বকাউল বাড়ি রোডে এই ৮ তলা ভবনটি ৪র্থ তলার একাংশের পিলার ও দেয়াল ভেঙে পড়ায় এপারমেন্টের ফ্লাট ক্রায় করে গাহকরা হতাশ হয়ে পড়েছে । কারন নিন্মমানের ইট, বালু, সিমেন্ট ও ঢাকার তেরৈ পুরাতন রড দিয়ে নির্মান করে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছে এপ্রার্টমেন্টের বেশ কয়েকটি ফ্লাট বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ৬ তলার ফাাউন্ডেশন নিয়ে ৮ তলা ভবন তৈরি করায় কাজ শেষ হতে না হতে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে মোহছেনা ভবনের ৪র্থ তলার একাংশ ভেঙে পড়ে। শনিবার ভেরে আবার উপর থেকে দেয়াল ভেঙ্গে পড়ায় এলাকাবাসির মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। চাঁদপুর ল্যান্ড ব্যবসা সমবায় সমিতির ফরিদগঞ্জের গুটি কয়েকজন লোক শহরের তালতলায় জমির মালিকদের সাথে চুক্তি করে এই ধরণের নিন্ম মানের ভবন নির্মাণ করে মানুষের সাথে প্রতারনা কওে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ভবনের বেশ কিছু ফ্লাট ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা বিক্রি করে গ্রাহকদের সাথে প্রতারণা করে ফ্লাট বুঝিয়ে না দেওয়ায় বেশ কয়েকবার তাদের সাথে বাকবিদন্ড সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে মোহছেনা ৮তলা ভবনের ৪র্থ তলার একাংশ ভেঙে পড়ে। এতে করে বকাউল বাড়ি রোড দিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারী অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। ভবন ধসের ঘটনাটি জানাজানি হলে তালতলা কিছু লোকজন এসে ভবনের গেইট তালা মেরে ল্যান্ড ব্যবসার সমিতির সদস্য ও দায়িত্বে থাকা ফরিদগঞ্জের নূর মোহাম্মদের ছেলে আমির হোসেন (৪০) কে আটকে রেখে মারধর করে। পরে এলাকার কিছু যুবক এসে মোাহছেনা গার্ডেনের জমির মালিক ও ল্যন্ড ব্যবসায়ী সমবায় সমিতি এবং প্রজিম হাউজিং লিমিটেডর এর কর্মকর্তাদের সাথে মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করে। এলাকার শত শত মানুষ ভবন ধসের ঘটনা জানতে পেরে প্রতিবাদ করে। পরে তাদের পক্ষ হয়ে ঐ যুবকরা প্রতিবাদী লোকদের প্রতিহত করার চেস্টা করে। এব্যাপারে চাঁদপুর ল্যান্ড ব্যবসায় সমতি ও প্রজিম হাউজিং এর পরিচালক আশফাক আহমেম্দে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ৮তলা ভবনের অতিরিক্ত কাজ করায় সেখানে কিছু অংশ ভেঙে পড়েছে।
শিরোনাম:
সোমবার , ২৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।