রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুর জেলার তিনটি উপজেলার আওতাধীন তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে। যদিও এর মধ্যে একটি নিয়মিত নির্বাচন অপর দুই ইউনিয়নে হবে উপ-নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। তারা যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন বলে নিজের কাছে প্রতিজ্ঞা করে রেখেছেন। প্রার্থীরাও বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সুষ্ঠু ও অবাদ নির্বাচনের জন্যে সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। সরেজমিনে চাঁদপুরের মতলব উওর উপজেলার সুলতানাবাদ ও মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁ ইউনিয়ন ঘুরে দেখা যায়, চাঁদপুরের তিনটি ইউনিয় পরিষদ নির্বাচনে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেলেও মাইকিং কিংবা পোস্টারিং হচ্ছে না বললেই চলে। যদিও মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। মতলব উত্তরের সুলতানাবাদ ইউনিয়নের উপ-নির্বাচনে বিএনপি অংশ না নিলেও নৌকা প্রতীকের সাথে জোড়ালো আবস্থানে আছে আনারস প্রতীক নিয়ে একজন স্বতন্ত্র প্রার্থী। জয়ের ব্যাপারে দুইজনেই শতভাগ আশাবাদি। সুলাতানাবাদ আবুল হাশেম, আবদুল লতিফ, আল আমিন নামের কয়েকজন ভোটার জানানা,উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীরা নৌকা প্রতীক প্রাপ্ত প্রার্থীর পক্ষের কাজ করছেনা বলে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। কারণ বেশির ভাগ আওয়ামীলীগ নেতা কর্মীরা নৌকার বিরুদ্ধে পক্ষে কাজ করছে না। এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কেন্দ্র দখলের আশংঙ্কা করছেন তারা। এদিকে মতলব উত্তর উপজেলার ১৪নং সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বলেন, সুষ্ঠু নির্বাচন হলে অব্যই আমি বিপুল ভোটে বিজয়ী হবো। কারণ নৌকা প্র্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক, উন্নয়নের প্রতীক। অপরদিকে স্বতন্ত্রপ্রার্থী মঞ্জুর র্মোশেদ স্বপন বলেন, আমার বাবা-চাচারা দীর্ঘ দিন এ এলাকায় জনপ্রতিনিধি ছিলেন। তাই সমাজ উন্নয়নের তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। আমি সেই ধারাবাহিকতা ধরে রাখতেই নির্বাচনে প্রার্থী হয়েছি। আশা করছি ভোটাররা আমাকে হতাশ করবে না। যদিও চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুল আলম বললেন, সুষ্ঠু সুন্দর ভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটারদের ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার আহবান জানান তিনি। আগামী ১৬এপ্রিল চাঁদপুরের তিনটি ইউনিয়নের ১৯ কেন্দ্রের ৯৭টি বুথে ভোট গ্রহণ হবে। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাঁদেরগাঁ ইউনিয়নের নিয়মিত নির্বাচন, সফিকুল ইসলামের মৃত্যুতে চেয়ারম্যান পদে সুলতানাবাদ ইউনিয়নে উপ-নির্বাচন এবং ফরিদগঞ্জ উপজেলার ৮নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে সদস্য পদে ভোট গ্রহণ হবে। নির্বাচনে প্রায় অর্ধশতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।