নিজস্ব প্রতিবেদক :চাঁদপুরে তীব্র শীতের কারণে রোটা ভাইরাস জনিত ডাইরিয়ার প্রকোপ বেড়েছে। গত ৩ দিনে ডাইরিয়ায় রোগে আক্রান্ত হয়ে ৪ শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে শুক্রবার সকাল পর্যন্ত মতলব আইসিডিডিআরবি হাসপাতালে ৩ জন, চাঁদপুর সদর হাসপাতালে শিশুসহ এক বৃদ্ধ মারা গেছে।
এছাড়া গত ৩ দিনে প্রায় ৫শ শিশু ডাইরিয়ায় আক্রান্ত হয়ে চাঁদপুরের মতলব আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি হয়েছে।
টানা ৩ দিনের শৈত্যপ্রবাহে চাঁদপুরের রোটা ভাইরাস জনিত ডাইরিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন শতাধিক শিশু রোগী ভর্তি হচ্ছে মতলব আইসিডিডিআরবি হাসপাতালসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল গুলোতে।
৩টি শিশু মারা যাওয়ার কারণ হিসেবে মতলব আইসিডিডিআরবি’র কর্মরত ডা. মো. নাজিম উজ জামান জানান, বিশেষ করে হাইফারনেট্রেইমিয়া (লবনের পরিমান স্বাভাবিকের চেয়ে বেশি) হওয়ার কারণে শিশু গুলো মারা গেছে। অনেক অভিভাবক না বুঝে অতিরিক্ত স্যালাইন খাওয়ান। যা শিশুদের জন্যে ক্ষতির কারণও হতে পারে।
মতলব হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. চন্দ্র শেখর দাস বলেন, “রোগীর চাপ বেশি তবে, আমরা সর্বোচ্চ ভালো চিকিৎসা দিয়ে যাচ্ছি। শীতের কারণে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে।”
মতলব হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: আল ফজল খান বলেন, “শীতে রোগী অনেক বাড়লেও আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। রোগীর চাপ থাকলেও পর্যাপ্ত চিকিৎসা দিতে সমস্যা হবে না।”
অভিভাবকদের পরামর্শ দিয়ে তিনি বলেন, “পায়খানা হলে সঠিক নিয়মে স্যালাইন খাওয়ালে ঠিক হয়ে যাবে। এভাবে প্রতিটি রোগী ৫/৭ দিন চিকিৎসা পেলে এ ভাইরাস থেকে মুক্ত হয়ে যাবে।