মিজানুর রহমান রানা
চাঁদপুরের মধ্যরঘুনাথপুরে তুচ্ছ ঘটনায় শনিবার সন্ত্রাসী হামলায় আহত হয়েছে মজিবুর রহমান বেপারী নামে একজন। তাকে চিকিৎসার জন্যে চাঁদপুর আড়াইশ’ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, চাঁদপুরের মধ্যরঘুনাথপুর গ্রামের আ. গণি বেপারীর ছেলে মজিবুর রহমান বেপারী (৪৪) এলাকায় তার দোকানে প্রতিদিনের ন্যায় কাজ করছিলো। এসময় এলাকার মোবারক গাজী তার দোকানে এসে বসে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বাঁধায়। পরে মজিবুর রহমান বেপারী তার ব্যক্তিগত কাজে দোকানের বাইরে গিয়ে এসে দেখতে পায় তার আসনে মোবারক গাজীসহ তার লোকজন মিলে পানি ঢেলে রেখেছে। বিষয়টি মোবারক গাজীকে জিজ্ঞাসা করলে মোবারক গাজী উত্তেজিত হয়ে মজিবুর রহমান বেপারীকে গালমন্দ শুরু করে। এ সময় দোকানের মহিলা ক্রেতাগণ মজিবুর রহমান গাজীকে অশ্লীল গালমন্দ না করতে বারণ করে। সেই সাথে মজিবুর রহমান বেপারীও তাকে গালাগাল করতে বারণ করে। কিন্তু মোবারক গাজী তার কথায় আরো উত্তেজিত হয়ে সঙ্গীয় ওই গ্রামেরই ইউনুছ গাজীর ছেলে নাজমুল গাজী (২২), আ. ছাত্তার গাজীর ছেলে জাকির গাজী (৩৫), মৃত আউয়াল গাজীর ছেলে সাইফুল গাজী (২২)সহ আরো লোকজন নিয়ে এসে মজিবুর রহমান বেপারীর ওপর হামলা চালায়। এ সময় তাদের হামলায় মজিবুর রহমান গাজী গুরুতর আহত হয়। হামলাকারীরা এ সময় মজিবুর রহমান বেপারীর দোকানেও হামলা করে তার দোকান তছনছ করে টাকা-পয়সা লুট করে নিয়ে যায়।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।