চাঁদপুর: চাঁদপুরের আট উপজেলায় পুলিশ প্রশাসনের বিশেষ অভিযানে গত দশদিনে বিভিন্ন মামলার ৫শ ১৫ আসামি গ্রেফতার করা হয়েছে। গত ২১ মে (মঙ্গলবার) থেকে শুরু হওয়া বিশেষ অভিযান ৩০ মে (বৃহস্পতিবার) শেষ হয়েছে।
এর মধ্যে বৃহস্পতিবার ৫৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসামিরা সাজা প্রাপ্ত, ওয়ারেন্টভূক্ত ও ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামি বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে।
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, দশদিনের বিশেষ অভিযান বৃহস্পতিবার শেষ হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় অর্ধশতাধিক আসামি গ্রেফতার করা হয়। গ্রেফতার প্রত্যেক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রয়োজনে আবার যে কোনো দিন এধরনের অভিযান পরিচালনা করা হবে বলেও জানান এসপি।