চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট থেকে দুই টন (২০০০ কেজি) জাটকা জব্দ ও ৩ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড চাঁদপুরের টহল সদস্যরা। আটক ৩ পাচারকারীকে ১ বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিশকাতুল ইসলাম। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে আজ ভোরে কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে হরিণা ফেরিঘাট এলাকা অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় একটি পিকআপ ভ্যানে থাকা ড্রামে সংরক্ষিত ২ হাজার কেজি জাটকা ও ৩জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, জব্দকৃত জাটকাগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। পাচারকারী ৩জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/