চাঁদপুর প্রতিনিধি ॥ ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ এ শ্লোগানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুরে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২০ জুলাই) বিকেলে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভ সূচনা হয়। র্যালীটি চাঁদপুর শহরের শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে শপথ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। জেলা প্রশাসক বক্তব্যে বলেন, সরকারের অনেক ভাল কাজের মধ্যে এটি একটি দৃশ্যমান কাজ। সরকার যে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এগিয়ে যাচ্ছে এটি একটি প্রদর্শনী। আমরা এ সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে সকল অঙ্গনের মানুষকে উপস্থাপন করার চেষ্টা করছি। এতে আমাদের দেশ ও মাটির সংস্কৃতি ফুটে উঠবে। দেশ প্রেমের এ সরকারের শান্তির বারতা সবার মাঝে ছড়িয়ে দিতে আসুন আমরা সবাই এগিয়ে আসি।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মঈনুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব সানিয়া ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
শিক্ষক ও সাংবাদিক এম. আর ইসলাম বাবুর মনমুগ্ধকর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্যাহ ওলি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অজয় কুমার ভৌমিক এবং স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সভাপতি তপন সরকার।
উদ্বোধন শেষে পর্যায়ক্রমে চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশ গ্রহনে আধুনিক ও দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি, হিজড়াদের অংশ গ্রহনে নৃত্য, দলীয় সংগীত ও নাটিকার অংশ পরিবেশিত হয়। শনিবার (২১ জুলাই) একই সময়ে লালন গীতি, পল্লী গীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারিগান ও নাটকের অংশ বিশেষ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।