শাহরিয়র খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় মরহুম দেলোয়ার হোসেনের বাসায় সংঘবদ্ধ চোর চক্র ঘরেরর দরজা ভেঙ্গে প্রবেশ করে স্বর্ণালংকার,নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নেওয়ার পর আলমারির ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে।
বুধবার (১৫ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শহরের জেএম সেনগুপ্ত রোডের জোড়পুকুর পাড় মৌসুমী সুইটস্ এর পিছনের ওই বাসায় এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, দেলোয়ার হোসেনের ছেলে ও তার মেয়ে ওই বাসায় বসবাস করতো। ওই দিন ছেলে রাব্বি আলম দরজা বন্ধ করে এশা ও তারাবিহ নামাজ পড়তে যায়। পরে বোনের বাড়িতে গিয়ে দেখা করে বাসায় এসে দেখে ঘরের দরজা খোলা,ইস্টিলের আলমিরা ভেঙ্গে এবং মূল্যবান জিনিসপত্র ঘরের ভিতরে আগুনে পুড়ছে। এ সময় চোর চক্র ঘরের ভিতরের স্টীলের আলমীরা থেকে ৫ ভরি স্বর্ণ নগদ ২ল ৫০ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরে আলমারির ভিতরে মূল্যবান কাগজপত্র ও জায়গার দলিলপত্র আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই অনুপ চক্রবর্তী, এস.এস.আই জমির হোসেন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চুরির ঘটনার সত্যতা খুঁজে পান।
বৃহস্পতিবার (১৬ জুন) সকালে এই ঘটনায় রাব্বি আলম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।