স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।২৬ মার্চ থেকে আগামী ১ এপ্রিল পর্যন্ত প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ মানববন্ধন ও র্যালীর আয়োজন করে । র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
সোমবার সকালে শহরের মাতৃপীঠ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা র্নিবাহী কর্মকতা উদয়ন দেওয়ান ।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড.কাজী হাশেমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারন সম্পাদক আলমগীর হায়দার ভুইয়া,সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান,ক্যাব সদস্য ও যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির,সদস্য অধ্যক্ষ সফিকুর রহমান,মাতৃপীঠ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উওম কুমার সাহা প্রমুখ ।
জেলা শাখার সদস্য মুক্তিযোদ্ধা ছানাউল্লা খানের পরিচালনায় মানববন্ধনে অংশ নেন দুর্নীতি কমিটির সদস্য ,মাতৃপীঠ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষাথীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষাথীগন ।