শরীফুল ইসলাম,
ঃ মতলব পৌরসভাস্থ ৭নং ওয়ার্ড বোয়ালিয়া গ্রামে হরিসভা সংলগ্ন হাকিম সরকারে বাড়িতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত সোমবার রাত ২টায় ৮/১০ জনের মুখোশ পরা ডাকাত দলের সদস্যরা ছাত্তার সরকারের গেইটের তালা ভেঙ্গে কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ঘরে থাকা সাত্তার সরকার অন্যান্যদেরকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে হাত-পা বেঁধে, নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা ও ১১৬ ভরি স্বর্ণ, অগ্রনী ব্যাংকের ব্রাইন চেক, ডিপোজিটের কাগজ সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। ক্ষতির পরিমান প্রায় ৭০লক্ষ টাকা। অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তালা ভেঙ্গে বাসার ভিতরে পবেশ করে এবং বাসায় থাকা সাত্তার সরকার দু’পুত্র বধু। ডাকাতি করে সিএনজি যোগে পালিয়ে গেছে। তবে তিনি কাউকে চিনতে পারেননি। থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে, ডাকাতরা পালিয়ে যাওয়ার পর পর পুলিশ ঘটনাস্থলে আসেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন ও ইনেপ্টর (তদন্ত) মোঃ মিজানুর রহমান পাটোয়ারী এসআই দিপক পাল ঘটনাস্থল পরিদর্শন করেন। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ জানান, এই ডাকাতির বিষয়ে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসি ফারুক সরকার স্ত্রী কোহিনুর আক্তার বলেন, ডাকাত দলের সদস্যরা বাসার দরজা ভেঙ্গে প্রথমে আমার রুমে ডুকে। আমি ভয়ে চিৎকার দিলে আমার ছেলেও চিৎকার দিতে থাকে। আমার ছেলের কান্নার কারনে আমাকে বাদতে পাড়েনি। আমার ছেলের চিৎকারে আমার পাশের রুমে থাকা শশুর আশে, এবং ওনাকেও মাথায় আঘাত করে বেধে রাখে। প্রবাসি ছাইফুর সরকারের স্ত্রী রোকসানা আক্তার জানান, ডাকাত দলের সদস্যরা বাসার দরজা ভেঙ্গে বাসায় প্রবেশ বলে আমরা আইনের লোক কোন কথা বলবি না। বাড়ীর ৬টি রুমের মধ্যে ৪টি রুমের স্টলের আলমারি, কেবিনেট তালা ভেঙ্গে সব কিছু নিয়ে গেছে। ছাত্তার সরকারের কাছে যানতে চাইলে তিনি বলেন, আমি আমার নাতির কান্না শুনে ঘুম থেকে উঠলে ডাকাত দল আমাকে মাতায় আঘাত করে, পরে আমার হাত ও মুখ বেধে রাখে। আমার মোবাইলটি ভেঙ্গে ফেলে। আমার সব কিছু নিয়ে গেছে। গতকাল ৫ আগষ্ট সকালে চাঁদপুর জেলার সিনিয়ার সহকারী পুলিশ সুপার কাজী হেলাল উদ্দিন ঘটনাস্থলে ছুটে আসেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্তনাদেন। যত তাড়াতাড়ী সম্বব তদন্ত সাপেক্ষে ডাকাত দলের বিরুদ্বে ব্যবস্থা নেয়া হবে। মতলব দক্ষিণ থানায় আরিফ সরকার বাদি হয়ে একটি ডাকাতি মামলা হয়েছে বলে যানা যায়। সন্ধেহ করে বিপ্লব নামে একজন আটক করেছে থানা পুলিশ।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।