বিশেষ প্রতিনিধি
চাঁদপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলায় আহম্মদ মিয়া (২৬) নামে এক যুবককে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রমনী রঞ্জন চাকমা এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামী আহম্মদ মতলব উত্তর উপজেলার চরমাছুয়া গ্রামের লোকমান বেপারীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ২২ নভেম্বর রাতে চরমাছুয়া গ্রামের মোঃ সোনা মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে হাজেরা আক্তারকে আহম্মদ ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টায় মারাত্মক আহত করে। এ ঘটনায় হাজেরার মা রাহিমা বেগম একই সালের ৫ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম মামলাটি তদন্তক্রমে আসামী আহম্মদের বিরুদ্ধে মোকদ্দমার প্রাথমিক সত্যতা পেয়ে প্রতিবেদন দেন।
বাদীপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট মোঃ হাবিবুল ইসলাম তালুকদার জানান, আদালত আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ (৪) (খ) ধারার অভিযোগ আমলে নিয়ে রাষ্ট্র পক্ষের মোকদ্দমা সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় আসামী আহম্মদকে এ সাজা দেয়া হয়। আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোঃ আনোয়ার গাজী।