চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে বিক্ষিপ্ত ঘটনায় মধ্যদিয়ে পালিত হচ্ছে সকাল-সন্ধ্যা হরতাল। সকালে পুরানবাজার লোহার পুল এলাকায় একদল পিকেটার টায়ারে আগুন ধরিয়ে চাঁদপুর-হাইমচর সড়ক বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের বাধা দিলে পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। এসময় কমপক্ষে ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, হরতালে নাশকতার আশঙ্কায় পুলিশ জেলা বিভিন্ন স্থান থেকে ৫ জনকে আটক করেছে।
অন্যদিকে, হরতাল প্রতিহত করতে জেলা আওয়ামী লীগ সভাপতি ড.শামছুল হক ভূইয়ার নেতৃত্বে শহরের শপথ চত্বর থেকে একটি হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ৯টার দিকে শহরের শপথ চত্বর এলাকায় আমার দেশ পত্রিকায় আগুন ধরিয়ে দেন তারা। চাঁদপুর থেকে দূরপাল্লার কোন যান চলাচল না করলেও লঞ্চ ও ট্রেন চলাচল করছে।
শিরোনাম:
শনিবার , ৯ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।