চিকিৎসকসহ মতলব উত্তরের আক্রান্ত তিনজন কুর্মিটোলা করোনা হাসপাতালে

চাঁদপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। গতকাল একদিনেই শনাক্ত হয়েছে চারজন। যদিও চাঁদপুর সিভিল সার্জন অফিসের তথ্য হচ্ছে গতকাল নতুন করে আক্রান্ত হয়েছে দুইজন। তবে আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট)-এর তথ্য অনুযায়ী চাঁদপুর জেলায় কোভিড-১৯ (করোনা ভাইরাসে) আক্রান্তের সংখ্যা গতকাল পর্যন্ত ছয়জন। এই ছয়জনের মধ্যে তিনজন মতলব উত্তর উপজেলার, আর আরেকজন চাঁদপুর সদর উপজেলার। অন্য দুজন কোন্ উপজেলার তা অফিসিয়ালভাবে জানা যায় নি। তবে একটি সূত্র থেকে জানা গেছে, ওই দুইজনের একজন হচ্ছেন চাঁদপুর সদর উপজেলার, আর অপরজন হচ্ছেন হাজীগঞ্জ উপজেলার। তবে আক্রান্তের সংখ্যা ছয়জন এটা নিশ্চিত বলা যায় আইইডিসিআর-এর তথ্য সূত্র মতে।
এদিকে গতকাল সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন করে যে দুইজন আক্রান্ত হওয়ার তথ্য জানা গেছে, তাঁদের একজন হচ্ছেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, আর আরেকজন হচ্ছেন চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া (শ্রীরায়পুর খান বাড়ি) এলাকার। মতলব উত্তরের যে চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন, তিনি এর আগে প্রথম যে ব্যক্তি আক্রান্ত হয়েছিলো, তার থেকে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। আর চাঁদপুর সদরের বহরিয়া এলাকার যে ব্যক্তি আক্রান্ত হয়েছেন তিনি নারায়ণগঞ্জে একটি ল্যাবে চাকরি করতেন। গত ১ এপ্রিল তিনি জ্বর নিয়ে তার গ্রামের বাড়ি বহরিয়া শ্রীরামপুর গ্রামে আসেন। গত ক’দিন আগে তার নমুনা সংগ্রহ করা হয়। গতকাল তার রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ থাকায় এখন তিনি বাড়িতেই আছেন। অসুস্থতাবোধ করলেই তখন তাকে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে নিয়ে আসা হবে। এসব তথ্য জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন এবং সদর হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল। আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ছয়টি বাড়ি লকডাউন করে দেয়া হয়।
লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সেলিম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিকেলে এলাকায় সেনাবাহিনী এসেছিলো। সেনাবাহিনীর উপস্থিতিতে লাল নিশানা টানিয়ে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ ছয়টি বাড়ি লকডাউন করে দেয়া হয়।
এদিকে মতলব উত্তরের চিকিৎসকসহ যে তিনজন আক্রান্ত হয়েছেন, তাদেরকে গতকালই ঢাকার কুর্মিটোলায় করোনা হাসপাতালে ভর্তি করা হয়। মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন থেকে এই তথ্য জানা গেছে।