চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুর রশিদকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সদর উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে নবাগত ওসি আব্দুল রশিদকে ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল পাটওয়ারী, সাধারন সম্পাদক রহিম বাদশা, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী মোঃ হযরত আলী বেপারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু, হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ঢারীসহ প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আব্দুল রশিদ বুধবার রাত ৮টায় তিনি সদ্য বিদায়ী ওসি নাসিম উদ্দিনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। এর পরই তিনি থানায় দায়িত্বরত সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সাথে তাৎক্ষণিক মতবিনিময় করেন।
এ সময় নতুন ওসি আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।
অফিসার ইনচার্জ আব্দুর রশিদ চট্টগ্রাম থেকে প্রথমে বদলি হয়ে এ জেলায় আগমন করেন। মতলব উত্তর থানায় সাব-ইন্সপেক্টর পদে বেশ কিছুদিন ছিলেন। তারপর সেখান থেকে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পান তিনি।
পদোন্নতি পাওয়ার পর তিনি পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে ওসি তদন্ত হিসাবে হাজিগঞ্জ থানায় যোগদান। সেখান থেকে বদলি হয়ে ২৪ ফেব্রুয়ারি অফিসার ইনচার্জ হিসেবে চাঁদপুর সদর মডেল থানায় যোগদান করলেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/