চাঁদপুর শহরে ৩ নারী অপহরনকারী চক্র ১ নারীকে জোরপূর্বক সিএনজি স্কুটারে উঠিয়ে অপহরন করে পালাবার সময় স্থানীয় জনতা ৩ অপহরনকারী নারী ও স্কুটার আটক করে। এ সময় স্কুটার চালক ও অপহরনকারী শিউলি পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৫টায় পুরানবাজার আমজাদ আলী সড়কের বট গাছের মোড়ে। তাৎক্ষনিক পুলিশকে খবর পেয়ে দুই অপহরনকারী পলি বেগম(৪০),কুলসুমা বেগম(২০) অপহৃতা আকলিমা বেগম(২৫)কে তার শিশু সন্তানসহ চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১২ নং চাঁন্দা ইউনিয়নের মদনা গ্রামের মোহাম্মদ জমাদারের প্রথম স্ত্রী পলি বেগম এর সাথে তার দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগমের মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক দ্বন্ধ চলে আসছিল। তারই কারনে মোহাম্মদ জমাদারের প্রথম স্ত্রী পলি অপর দুই নারী অহরনকারীকে ভাড়া করে। তারা হত্যার উদ্দেশ্যে অপহরনকারী শিউলি বেগম মোবাইল করে আকলিমাকে সু-কৗশলে ডেকে এনে ঘটনার স্থলে। সেখান থেকে বিকেল ৫টায় পূর্বে থেকে উৎপেতে থাকা সিএনজি ইস্কুটারে জোর পূর্বক শিউলি, কুলসুমা ও পলি, আকলিমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় তার চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে সিএনজি স্কুটার ও অপহরনকারীদেরকে আটক করে। এ সময় জনতার হাত থেকে স্কুটার চালক ও অপহরনকারী শিউলি পালিয়ে যায়। পরে এলাকাবাসি অপহরনকারী দুই নারী ও অপহিতাকে তার শিশুসহ উদ্ধার করে পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মোল্লার হাতে তুলে দেন। এ ঘটনায় মামলার দায়েরের প্রস্ততি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।