চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদিনা মার্কেট এলাকার বাসিন্দা ও স্থানীয় জেলে মোঃ হানিফা মাল গত ৫ এপ্রিল হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বায়েরচরে আকষ্মিক ঝড়ের কবলে পড়ে মেঘনায় ট্রলার ডুবিতে মর্মান্তিকভাবে মৃত্যু বারন করেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে স্থানীয় চান্দ্রা ইউনিয়ন পরিষদের হলরুমে নিহত হানিফা মালের পরিবারের মাঝে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা অর্থ প্রদান করা হয়।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শানজিদা শাহনাজ নিহত হানিফা মালের পরিবারের হাতে এই অর্থ তুলেদেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী।
এদিকে, ট্রলার ডুবিতে নিহত সদরের হানারচর ইউনিয়নের নিহত ৩ জেলে পরিবারের মাঝেও এরপূর্বে নগদ ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/