চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার নৌকার (ডিঙ্গীর ) মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। বৃস্পতিবার ২৮ জুন বিকালে জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান
১০ টি নৌকার মাঝিদের মাঝে ১শ’ টি লাইফ জ্যাকেট করেন ।পরে তিনি পথচারী ও বড় স্টেশন এলাকার লোকজনের খোজখবর নেন ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা,নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম,পৌর সভার কাউন্সিল আলহাজ¦ শাহআলম বেপারীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
প্রসঙ্গ পর্যটকদের নিরাপদ নৌ ভ্রমণ নিশ্চিত করতে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড থেকে পদ্মা, মেঘনা, ডাকাতিয়ার ত্রিমোহনা দিয়ে পর্যটক নিয়ে চরে নিয়মিত যাতায়ত করার জন্য জীবন রক্ষাকারী সরঞ্জাম লাইফ জ্যাকেটের প্রয়োজন রয়েছে। দুর্ঘটনা বা বিপদের সময় এই জ্যাকেটগুলো ট্রলার ও নৌকার মাঝিদের খুবই কাজে আসবে।সেই দিক বিবেচনা করে চাঁদপুরের বর্তমান জেলা প্রশাসক মাঝিদের মাঝে এ জ্যাকেট প্রদানের ব্যবস্থা করেন।