শওকতআলী॥
চাঁদপুরে শুক্রবার দুপুর হতে শনিবার দুপুর পর্যন্ত মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীর মতলব উওর উপজেলার নৌ-সীমানায় ও হাইমচর উপজেলার মেঘনা নদী হতে মা ইলিশ ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন,ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মতলব উওর উপজেলা নির্ব্হাী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্য্রেট শারমিন আক্তার । আটককৃত জেলেরা হচেছ, মুন্সিগঞ্জ জেলার ইসলামপুর বাংলাবাজার এলাকার গিয়াস উদ্দিন সরকারের ছেলে খোরশেদ(২৮),শাহাবুদ্দিন মোল্লার ছেলে ইয়ারাসূল),(২৪),আহসান উল্লাহ হাওলাদারের ছেলে আয়নাল হক(২৫),হাবিব উল্লাহ মিয়াজীর ছেলে সোহাগ(২৫), মো: শরীফ(২৬) ও মোহনপুরের মৃত আতিকুর রহমান সরকারের ছেলে মনজুমিয়া(৪২),চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ^র এলাকার ),মো: খলিল(৩৫),আনোয়ার(১৮),জমির হোসেন(২০),নাজমুল(২১),মাদবর আলী(৪০),শাহ আলম(৩২) । এ ছাড়া হাইমচর উপজেলার মেঘনা নদী থেকে শাহেদ সর্দার(২৫),আসলাম সর্দার(২৬),সাহাবুদ্দিন(২৮), আবদুল সালাম মোল্লা(৩২)ও চাঁন মিয়া(৫০)কে শনিবার দুপুরে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকতা মো: মাসুদ হোসেন ২ মাসের কারাদন্ড প্রদান করেন। অভিযান কালে ২টি নৌকা ও ১০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
শিরোনাম:
শুক্রবার , ২০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।