শওকতআলী॥
চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে পৃথক অভিযানে ১৪ জেলেকে আটক করা হয়েছে। এদেরকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে বৃহস্পতিবার সন্ধ্যায় সাজা প্রদান করা হয়। চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে আটক মোহাম্মদ হোসেন বেপারী(৪১) কে জেলা প্রশাসনের এন ডি সি নির্বাহী ম্যাজিস্ট্র্যেট নারায়ন চন্দ্র পাল ১মাসের কারাদন্ড, মতলব উওর উপজেলার মেঘনা নদী থেকে আটক মো: খলিল(৩৫),আনোয়ার (১৮),জমির হোসেন(২০),নাজমুল(২১),মাদবর আলী(৪০),শাহ আলম(৩২)কে মতলব উওর উপজেলা নির্বাহী কর্মকতা শারমিন আক্তার ২ মাসের কারাদন্ড,হাইমচর উপজেলার মেঘনা নদী থেকে শাহেদ সর্দার(২৫),আসলাম সর্দার(২৬),সাহাবুদ্দিন(২৮), আবদুল সালাম মোল্লা(৩২)ও চাঁন মিয়া(৫০)কে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকতা মো: মাসুদ হোসেন ১ মাসের কারাদন্ড প্রদান করেন। এ ছাড়া ৪ অক্টোবর রাতে নৌ-পুলিশের ইনচার্জ মো: আবুল হাসিম সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১হাজার মিটার কারেন্ট জাল,৮কেজি মা ইলিশ,২টি কাঠের নৌকাসহ ২ জেলেকে আটক করে। আটককৃত জেলেরা হচেছ,লিটন বেপারী(৪৫)ও রতন মিয়া(৩৮)। এদের বাড়ি হাইমচর এলাকার তিরাশিকান্দি গ্রামে। চাঁদপুর জেলা প্রশাসনের এন ডিসি নির্বাহী ম্যাজিস্ট্যেট নারায়ন চন্দ্র পাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জেলেকে ৫হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন। কারেন্ট জাল গুলো আহুনে পুড়িয়ে ফেলা হয় এবং মা ইলিশ মাছ এতিম খানায় দিয়ে দেওয়া হয়েছে বলে জানান, জেলা মৎস্য কর্মকতা মো: শফিকুর রহমান। তিনি আরো জানান, আগামী ২২ অক্টোরব পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।