রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরে ইলিশ রক্ষার অভয় আশ্রম চলাকালে জেলা টাস্কফোর্সের অভিযানে আটক ৭ জেলেকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । বৃহস্পতিবার রাত থেকে আজ ভোর পর্যন্ত টাস্কফোর্সের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামাল মোহাম্মদ রাশেদ ও এনডিসি লিটুস লরেন্স চিরানের নের্তৃত্বে নৌ- পুলিশের উপ-পরিদর্শক মোশারফ হোসেন সহ চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের পদ্মা নদীতে অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা আহরন কালে ৭ জেলেকেআটক করা হয় । আটককৃত সকল জেলের বাড়ি রাজরাজেশ্বর ইউনিয়নে। এরা হলেন, নোয়াবআলী (২০) আলী আজগর (২০), আক্তার হোসেন (২৫), গিয়াস উদ্দিন (২২), আক্তার হোসেন (৩০), আবুল বাশার (২২) ও জান শরিফ (২৫)। গতকাল ৪ মার্চ শুক্রবার ুসকালে আটক এ ৭ জেলেকে এনডিসি লিটুস লরেন্স চিরান ভ্রাম্যমান আদালত বসিয়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়েছে।