রফিকুল ইসলাম মিয়াজী ঃ চাঁদপুর পদ্মা অয়েল কোম্পানীর জ্বালানি তেলসহ ৩টি বগি লাইনচ্যুত হওয়ার ২৬ঘন্টা পর ক্ষতিগ্রস্ত বগি গুলি উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া পদ্মা অয়েল কোম্পানীর নিজস্ব সাইডিং লাইনের ক্ষতিগ্রস্থ লাইন ২২ঘন্টা পর মেরামত করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়। পদ্মা অয়েল কোম্পানীর ডিজেল ও কেরোসিন তৈল ডিপোতে গতকাল সোমবার আনলোড করতে না পারায় চাঁদপুর থেকে দেশের বিভিন্ন স্থানে লড়ির মাধ্যমে জ্বালানি তৈল সরবরাহ করা সম্ভব হয়নি। এতে করে কোম্পানীর বড় অংকের ক্ষতি সাধন হয়েছে। সোমবার দুপুর প্রায় ২টার সময় চাঁদপুর শহরের নৌ-টার্মিনাল এলাকায় জ্বালানি তৈলসহ একটি বগি লাইন থেকে উল্টে পড়ে যায় এবং দু’টি বগি লাইনচ্যুত হয়ে রেলপথের ব্যাপক ক্ষতি সাধন হয়। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধারকারী রিলিপটেন সাকসাম থেকে চাঁদপুর এসে পৌঁছে তাদের কার্যক্রম শুরু করে। প্রায় ২৬ঘন্টা উদ্ধার কাজ চালিয় রিলিপ ক্রেন নং লাকসাম ১৯৬৮এর মাধ্যমে ৩টি ডিজেল ও তৈলবাহী বগি উদ্ধার করে রেল লাইনে উঠিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করে। অপরদিকে পদ্মা অয়েল কোম্পানীর নিজস্ব ৩টি সাইডিং রেল লাইনের মধ্যে ক্ষতিগ্রস্থ লাইনটি এস.এস.এ.ই ওয়ে লাকসামের উদ্ধারকারীদল রাতভর কাজ করে রেলপথ মেরামত করে ২২ঘন্টা পর পুনরায় ট্রেন চলাচলের উপযোগী করে তোলে। মঙ্গলবার দুপুর ২টায় রেলপথ চলাচলের উপযোগী করা হয় এবং পদ্মা ডিপোর স্বাভাবিক কার্যক্রম শুরু হয় বিকাল ৪টায়। উদ্ধার কাজে নিয়োজিত ছিলো-এস.এস.এই ইনচার্জ, লাকসম আঃ আজিজ, এস.এস.এই, লাসকম ওয়ে মোঃ লিয়াকত আলী মজুমদার, এস.এস.এই টিএক্সআর লাকসাম আক্তার হোসেন, এস.এ.ই ইনচার্জ লাকসাম আঃ রহমান, এসএস.এ.ই সিগন্যাল লাকসাম মোঃ মহসীন মল্লিক, এছাড়া উদ্ধারকারী ক্রেনের দায়িত্বে ছিলেন মোঃ শহিদ উল্যাহ, আঃ রব, আবু তাহের।
চাঁদপুর নিউজ সংবাদ