স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা টাস্কফোর্স অভিযান চালিয়ে বড় স্টেশন মাছ ঘাট থেকে ট্রাকে ভর্তি অবস্থায় টেম্পু ইলিশ আটক করেছে। গতকাল ৩ ফেব্র“য়ারি সোমবার বিকেলে সোয়া ৪টায় পুলিশ ও কোস্টগার্ড প্রথমে অভিযান চালায়। এ সময় চাঁদপুর মাছ ঘাট থেকে ট্রাকে লোড করাবস্থায় ঢাকায় পাচারকালে (ঢাকা মেঃ ট ১৬-৬৭৪৮) ট্রাকটি আটক করে। টেম্পু ইলিশ ভর্তি ট্রাক আটকের খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর আমিনুল ইসলাম, চাঁদপুর সদর এএসপি সার্কেল সৈকত শাহিন, কোস্টগার্ড স্টেশন কমাণ্ডার লেঃ এম মাহফুজুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। ওই ট্রাক থেকে বড় স্টেশন মাছঘাটের কয়েকজন মৎস্য ব্যবসায়ীরা প্রায় ১শ’ ২ মন মাছ জব্দ করা হয়। সন্ধ্যার পূর্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বড়স্টেশন রেলওয়ের রেস্ট হাউজের সামনে অসহায়দের মাছে মাছ বিতরণ করতে গিয়ে উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ট্রাকসহ মাছগুলো রাতে কোস্টগার্ডের অস্থায়ী স্টেশনে (চৌধুরীঘাট) নিয়ে আসা হয়। রাতেই মাছগুলো বিভিন্ন মাদরাসা, এতিমখানা, সরকারি শিশু পরিবারে, বেদে পল্লী ও অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। আটক টেম্পু ইলিশগুলোর সাইজ ৪ ইঞ্চি থেকে সর্বোচ্চ ৭ ইঞ্চি পর্যন্ত। এসব মাছ ধরা সম্পূর্ণভাবে আইনগত ভাবে নিষিদ্ধ। টাস্কফোর্স কর্মকর্তারা জানান, মাছ ঘাটের অসাধু মৎস্য ব্যবসায়ীরা জেলেদেরকে দাদন দিয়ে এই অপরাধে নামাচ্ছে। এসব মাছ বড় হলে চাঁদপুরের জেলে ও মৎস্য ব্যবসায়ীরা আরো বেশি মুনাফা লাভ করতে পারবে। কিন্তু তারা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই চাঁদপুরের রূপালী ইলিশ সম্পদ ধ্বংস করে দিচ্ছে। টাস্কফোর্স ও কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে।