শওকত আলী:
চাঁদপুরে যথাযথ ধর্মীয় ভাব গাম্বীজের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর পালিত হচেছ। ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলা শহরের বিভিন্ন স্থানে ধর্ম প্রান মুসলমানরা সকাল থেকে ঈদের ময়দানে,মাদ্রাসা মাঠে ও মসজিদে-মসজিদে গিয়ে ঈদের জামাতে অংশ গ্রহন করে ঈদুল ফিতরের নামাজ আদায় করে। ঈদের জামাত গুলোতে বৃদ্বা,অর্ধবৃদ্বা,যুবক ও কিশোররা নামাজ আদায় করে। এ ছাড়া অভিভাবকদের সাথে ছোট-ছোট শিশুরা ও ঈদের জামাতে গিয়ে শরীক হন। চাঁদপুর শহরের প্রধান ঈদের জামাত অনুস্টিত হয় শহরের পৌর ঈদগাহ ময়দানে। সকাল পৌনে ৮টায়। সেখানে শত-শত ধর্মপ্রান মুসলমানরা শারিবদ্ব ভাবে দাড়িয়ে অত্যান্ত শান্তি শৃংখলার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন, উপ-মহাদেশের প্রখ্যাত আলেম পবিত্র কাবাশরীফের খাদেম হযরত হাজী শরীয়ত উল্লাহ(রহ:) বংশধরের ৭ম পুরুষ পীর হযরত মাও: হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ হাসান। মুনাজাতে পীর সাহেব সকল মৃত মুসলমানের রুহের মাগফেরাত কামনা করে তাদেরকে বেহেস্ত বাসী করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন। এ ছাড়া ঈদের জামাতে অংশ গ্রহন কারী মুসল্লীদের গুনাহ মাফ চেয়ে খোদার কাছে ক্ষমা চান। এ ছাড়া দেশের মানুষের শান্তি ও সুস্থ্যতা কামনা করেন। এ ছাড়া সকাল ৮টায় চাঁদপুর সরকারী কলেজ মাঠে,বাবুর হাট স্কুল ও কলেজ মাঠ,চাঁদপুর পুলিশ লাইন মাঠ,আউটার স্টেডিয়াম মাঠ,পুরান বাজার মধুসূধন উচ্চ বিদ্যালয় মাঠ,চাঁদপুর জেলা কারাগার মসজিদ মাঠে ১ম জামাত,পুরান বাজার এমদাদিয়া মাদ্রাসা মাঠে,সকাল ৯টায় চাঁদপুর জেলা কারাগার মসজিদ মাঠে ২য় ঈদের জামাত অনুষ্টিত হয়।এ ছাড়া শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে সকাল সাড়ে ৮ায়,চিশতীয়া জামে মসজিদে সকাল ৯টায়,পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদে সকাল সোয়া ৮টায়, বকুলতলা রেলওয়ে জিলানীয়া মসজিদে সকাল পৌনে ৮টায়, সকাল ৮টায় শহরের বাহিরে ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদে,শহরের বড় স্টেশন ঐতিহাসিক রেলওয়ে জামে মসজিদে সকাল ৯টায় ও সকাল ১০টায় শহরের পাশে বড় স্টেশন বালুর মাঠে আটরশীর মুরিদরা ঈদের নামাজের আয়োজন করে। প্রতিটি ঈদের জামাতে শত-শত মুসলমানরা সকল ভেদা ভেদ ভুলে গিয়ে কাধে-কাধ মিলিয়ে কোলা কুলি করের।