চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের পশ্চিম মদনা জনতা বাজারে পাওনা টাকা চাওয়ায় দোকানে অতর্কিত হামলা চালিয়ে মালামাল ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় রবিবার (২৮ ফেব্রুয়ারি) দোকান মালিক ওমর ফারুক বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ঘটনার বিবরণে জানা যায়, পশ্চিম মদনা জনতা বাজার ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী মোঃ ওমর ফারুক এলাকার মুনছুর শেখের ছেলে রাজু শেখের এর নিকট দোকানের পাওনা বাকি টাকা চায়। টাকা চাওয়ায় রাজু শেখ ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে দোকানে অতর্কিত হামলা চালায় এবং দোকানে ভাঙচুর চালিয়ে নগদ ৩৮ হাজার টাকা ও প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে বাজার ব্যবসায়ীরা জানায়, পশ্চিম মদনা এলাকার বখাটের রাজু সেখ এর পূর্বে বেশ কয়েকবার জনতা বাজারে দোকানে হামলা ও লুটপাট করেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলে তারা বেশ কয়েকদিন জেল হাজতে ছিল। সেই ঘটনায় সমঝোতা হওয়ার পর মুচলেকা দিয়ে জেল হাজত থেকে বেরিয়ে এসে ক্ষিপ্ত হয়ে পুনরায় তারা জনতা বাজার এসে দোকানপাটে হামলা ও লুটপাট করে।
এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। এদিকে দোকানদার ভুক্তভোগী ওমর ফারুক জানায়, বখাটে রাজু সেখ দোকান বাকি টাকা না দিয়ে তালবাহানা করে।
শনিবার রাতে দোকানের সামনে আসলে তার কাছে টাকা চাইলে রাজু শেখ ক্ষিপ্ত হয়ে উঠে। রাতে তারা দলবদ্ধ হয়ে জনতা বাজারে এসে অতর্কিতভাবে হামলা ও ভাঙচুর চালায় আমরা এই হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/এমএমএ/