শওকত আলী
চাঁদপুর শহরের পালবাজারে একটি পাগলা মহিষের পায়ে পৃষ্ঠ হয়ে ও শিংয়ের আঘাতে কমপক্ষে ১৫ জন পথচারী ও ব্যবসায়ী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় ৬ জন কে হাসপাতালে ভর্তি করা হয়। পাগলা মহিষ প্রায় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ও বাড়ীঘরের মালামালের ব্যাপক ক্ষতি সাধন করেছে। ঘটনাটি ঘটেছে, শহরের পাল বাজার ও বকুলতলা হলিউড এলাকায়। পুলিশ মহিষটিকে আটক করতে ব্যর্থ হয়।
জানাযায় চাঁদপুর শহরের পাল বাজারের গোস্ত ব্যবসায়ীরা জবাই করার জন্য কয়েকটি মহিষ শহরের চাঁদপুর নতুন বাজার- পুরান বাজার সেতুর নিকট বেধেঁ রাখে। পাগলা মহিষটি সেখান থেকে দড়ি ছিড়ে ছুটে পাশ্ববর্তী পালবাজারে প্রবেশ করে এলো পাতাড়ি ভাবে ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করে ব্যবসায়ীদের চাউল, ডাল, চিনি, তৈল সহ বিভিন্ন মালামাল পায়েপৃষ্ঠ করে ব্যাপক ক্ষতি সাধন করে। এ সময় বাজারে আসা ক্রেতা ও ব্যবসায়ীদের কে মহিষের পায়ের নিচে ফেলে পৃষ্ঠ করে ও শিং দিয়ে এলো পাতাড়ী ভাবে আঘাত করে কমপক্ষে ১৫ জন পথচারী ও ব্যবসায়ীকে আহত করে। এদের মধ্যে আহত গুরুত্বর ও রাক্তাক্ত যখম ৬ জন কে তাৎক্ষণিক চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা নেওয়া ব্যক্তিরা হচ্ছে, শফিকুর রহমান (৩০), রুহুল আমিন (৪২), হাসান চৌকিদার (৫৫), লাবিব (৩০), মিজানুর রহমান (৩০) ও হাফেজ মোঃ মুসলিম উদ্দিন (৩২)। পাগলা মহিষটি পালবাজারের ছালামত খান ষ্ট্রোরের গোডাউনে প্রবেশ করে চাউল, ডাল, চিনি, ময়দা, তৈল সহ খাদ্য সামগ্রী ‘পা’ দিয়ে মাড়িয়ে পৃষ্ঠ করে ব্যাপক ক্ষতি সাধন করে। এছাড়া বকুলতলা রোডে হলিউডে প্রবেশ করে আব্দুর রশিদ সরদারের বাসা বাড়ীর কমেট, বেসিং, দরজা, জানালা, আসবাবপত্রের ব্যাপক ক্ষতি সাধন করে। পরে পাগলা মহিষটি শহরের বড়ষ্টেশন এলাকার দিকে দ্রুত গতিতে চলে যায়। চাঁদপুর মডেল থানার পুলিশকে পাল বাজার ব্যবসায়ীরা ঘটনাটি সম্পর্কে অবহিত করলে, পুলিশ মহিষটিকে আটক করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাগলা মহিষটি চাঁদপুর শহরের ঘুরে বেড়াতে দেখা যায়।