শওকত আলী॥ চাঁদপুরে পানিতে পড়ে শিশু তানজিলা আক্তার(২) অকাল মুত্যু বরন করেছে। ঘটনাটি ঘটেছে,গতকাল রবিবার সকাল ১১টায় সদর উপজেলার বাবুরহাট শিলনদিয়া গ্রামের গাজী বাড়িতে। শিশু তানজিলার পিতার নাম মো: শাহাদাত হোসেন গাজী।
শিশুটি মা,মরিয়ম বেগম জানান,সকাল ১০টায় তিনি রান্না ঘরে রান্না করছিলেন। এ সময় তার চোঁখের পলকে শিশু তানজিলা পাশ^বর্তী পুকুরে পড়ে যায়। প্রায় ১ঘন্টা তাকে অনেক খোজাখুজির পর সকাল ১১টায় শিশুর লাশ পুকুরে ভেসে উঠে। তাৎক্ষনিক এলাকাবাসী শিশুকে উদ্বার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
চাঁদপুর নিউজ সংবাদ