শরীফুল ইসলাম =
চাঁদপুর শহরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে পানিতে পরে শিশু মৃত্যুর সংখ্যা। এ জন্য অভিভাবকদের বে-খেয়ালিকেই দায়ি করছেন ডাক্তাররা। গত মঙ্গলবার শহরের বিষ্ণুদিতে আনিছ নামে ২ বছরের শিশুর পুকুরের পানিতে পরে করুণ মৃত্যু ঘটে। শিশুদের খেলা করার জন্য অভিভাবকরা ঘর থেকে বাহিরে ছেড়ে দেয়। এরপর অনেকেই খবর রাখেনা তার সন্তানরা বাহিরে কি করছে। যার কারনে প্রতিনিয়ত ঘটছে শিশু দের প্রাণহানী। গতকাল বুধবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পানিতে ডুবে যাওয়া ৩ শিশুকে নিয়ে আসা হয়। পানিতে তলিয়ে যাওয়া এসব শিশুরা ভাগ্যক্রমে পাণে রা পায়। ৩ শিশুর মধ্যে চাঁদপুর বাঘরা বাজার এলাকার জাকির হোসেনের সাড়ে ৩ মাসের কন্যা সাদিয়া। সাদিয়ার পারিবারিক সুত্রে জানাযায়, ঘরের ভিতর রাখা পানির পাত্রে খেলার ছলে খাট থেকে পরে যায়্। অপর ঘটনাটি ঘটে চাঁদপুর সদর উপজেলার মধ্য রঘুনাথপুর এলাকায়। ঐ এলাকার ইসমাইল হোসেনের আড়াই বছর বয়সি শিশু কন্যা সুমাইয়া বাড়ীর অন্যান্য শিশুদের সাথে খেলা করা অবস্থায় পরিবারের লোকজনের অগোচরে বাড়ীর পাশের পুকুরে পরে যায়। অনেকন খোজাখুৃজির পর শিশু সুমাইয়াকে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সর্বশেষ পানিতে পরার ঘটনাটি ঘটেছে চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের চাঁদপুর বিকল্প লঞ্চ টার্মিনাল ঘাটের মেঘনা নদিতে। জানাযায় ঐ এলাকার ইসমাইল হোসেনের ছেলে হিমেল (৭) তার বন্ধুদের সাথে দুপর ১ টায় নদীতে গোসল করতে যায়। এ সময় সে পানির তোরে তলিয়ে যায়। তার সাথের বন্ধুদের ডাকচিৎকারে স্থানিয় লোকজন নদীতে ঝাপিয়ে পরে হিমেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে ২ জনকে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসমাইল হোসেনের আড়াই বছর বয়সি শিশু কন্যা সুমাইয়াকে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে ঢাকায় প্রেরণের নির্দেশ দিয়েছেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।