স্টাপ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার মধ্যম মৈশাদি এলাকার গাজী বাড়ীতে পাষন্ড স্বামী কলমতর গাজীর দায়ের কোপে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অসহায় স্ত্রী কমলা বেগম। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহত কমলা বেগম জানায়, মৈশাদি এলাকার সেনাবাহীনীর অবসর প্রাপ্ত কর্মকর্তা কলমতর গাজীর সাথে ৩০ বছর পূর্বে তাদের বিয়ে হয়েছ্।ে তাদের সংসারে ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। ছেলেটি গত কয়েকমাস যাবৎ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায় পড়ে আছে। ২ মেয়ের মধ্যে ১ জনের বিবাহ হয়েছে। সংসারে কমলা পুরো বাড়ীর সকলের ঘানি টেনে জীবন অতিক্রম করে আসছে। কিন্তু বিণিময়ে সারাজীবন পেয়েছে শুধুমাত্র স্বামীর হাতের রক্তাক্ত জখম, দেবর মেজো গাজী ও দেলু গাজীদের অত্যাচার আর শ্বাশুড়ী কুলছুমা বেগমের লাঞ্চনা। গতকাল বিকালে কমলার স্বামী কলমতর গাজী স্ত্রীকে পূর্বের ন্যায় সামান্য অযুহাতে বাড়ী থেকে বিদায়ের উদ্দেশে প্রচন্ড মারধর করে। এক পর্যায়ে ঘরে থাকা দা দিয়ে কমলার মাথায় আঘাত করলে কমলার মাথা ফেটে মরাত্মক রক্তাক্ত জখম হয়। তাৎক্ষনিক স্থানিয়রা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা সেবা প্রদান করা হয়। জানা যায় তার অবস্থা আশংকাজনক। আহত কমলা বেগম রক্তাক্ত অবস্থায় স্থানিয়দের সহায়তায় পাসন্ড স্বামীর এ ধরনের বর্বরতার বিরোদ্ধে চাঁদপুর মডেল থানায় গিয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাহায্য কামনা করলে তিনি প্রথমে আহত কমলাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠান এবং ঘটনা তদন্তের জন্য মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গিরকে ঘটনা তদন্তের জন্য পাঠান।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।