প্রতিনিধি
চাঁদপুর পৌরসভাধীন ১৩নং ওয়ার্ডস্থ ওয়্যারলেস এলাকায় চাঁদপুর পাসপোর্ট অধিদপ্তরের নতুন কার্যালয়ে কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার থেকে চাঁদপুরের এই আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহকরা তাদের আবেদনপত্র জমা দেন। বাদ আছর নতুন কার্যালয়ের দোতালার হলরুমে আয়োজন করা হয় মিলাদ ও দোয়ার। দোয়া ও মিলাদে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ জাহিদুল হক, চাঁদপুর পৌরসভার মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, চাঁদপুর গণপূর্ত বিভাগের এসডি নূর হকসহ অতিথিবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুদ্দিন খন্দকার।
২০০৭ সালের সেপ্টেম্বরে চাঁদপুরসহ দেশের ১৭টি জেলা শহরে নতুন করে পাসপোর্ট ইস্যু কার্যক্রম শুরু হয়। ২০১০ সালের ১৫ জুন চাঁদপুরে স্থাপন করা হয় আঞ্চলিক পাসপোর্ট অফিস। এর ১ বছর পরই শুরু করা হয় মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু কার্যক্রম। নতুন জায়গায় যাওয়ার আগে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসটি ছিলো জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে। ওই অফিসের নিচেই সোনালী ব্যাংক চাঁদপুর ট্রেজারী শাখার একটি বুথ জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপন করা হয়। বর্তমান পাসপোর্ট অফিসটি ওয়্যারলেস এলাকায় রেললাইন লাগোয়া ৪০ শতাংশ জমির উপর নির্মাণ করা হয়। সরকারের এতে খরচ হয় প্রায় ৪ কোটি টাকা।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সাথে সোনালী ব্যাংক চাঁদপুর ট্রেজারি শাখার বুথ করা হবে কিনা এ ব্যাপারে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ জাহিদুল হক জানান, কোনো স্থান থেকে ব্যাংকের বুথ সরাতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতির প্রয়োজন আছে। সোনালী ব্যাংক চাঁদপুর ট্রেজারি শাখার কর্মকর্তারা এ বিষয়টি বলতে পারবে।