স্টাফ রিপোর্টার: চাঁদপুরে চলমান প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৪ কক্ষ পরিদর্শককে বহিস্কার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ। রবিবার সকালে ইংরেজী পরিক্ষা চলাকালীন সময়ে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২জন শিক্ষক ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২জন শিক্ষককে বহিস্কার করে। এদের মধ্যে হাসান আলী কেন্দ্রে বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আঃ রহমান ও হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আসমা সিদ্দিকাকে মৌখিকভাবে উত্তর বলে দেওয়ার কারণে বহিস্কার করা হয়। অপর দু’জনকেও একই কারণে বহিস্কার করা হয়েছে। এ ব্যাপারে হাসান আলী স্কুল কেন্দ্রের হল সুপার মো. ফজলুল হক জানান, আমার জানামতে শিক্ষকরা কোন শিক্ষার্থীকে নকলের সহযোগিতা করেনি। শিক্ষিকা আসমা সিদ্দিকা আমাকে বলছিলো স্যার ইংরেজী প্রশ্ন একটু কঠিন হয়েছে। এ কথা বলার সময়ই ম্যাজিস্ট্রেট তাকে ডেকে নিয়ে যান।
শিরোনাম:
সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।