উপজেলার উদ্দমদী গ্রামের মোখলেছুর রহমান প্রধানের বড় ছেলে নিহত নাজিম উদ্দিন । পেশায় পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান ছিলেন তিনি।
দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে চাচাতো ভাই জুম্মন মিয়াকে (৩০) সঙ্গে নিয়ে ব্যক্তিগত কাজে পাশের দগরপুর এলাকার দিকে রওনা দেন নাজিম উদ্দিন। তারা মতলব বাইপাস সড়কের পানির ট্যাংকি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিঁটকে সড়কে পড়ে যান। এতে নাজিমের মাথা, বুক ও পাসহ শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়।
স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তাকে মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পিকআপ ভ্যানটিকে জব্দ করা যায়নি। ফলে চালককেও আটক করা সম্ভব হয়নি।