দেলোয়ার হোসাইন, চাঁদপুর সংবাদদাতা॥
বুধবার রাত ১০টা ৪৫মিনিটের দিকে চাঁদপুর সদরের বাগাদী চৌরাস্তা এলাকায় পিকআপ-সি.এন.জি মুখোমুখি সংঘর্ষ ১জন নিহত ও দুই গাড়ীর চালক সহ আহত হয়েছে ৫জন । নিহতের নাম মোহাম্মদ হোসেন, পিতা- মৃত শফিউল্লাহ। নিহত মোহাম্মদ হোসেন জে.এম সেনগুপ্ত রোডের ভূইয়া মার্কেটের কাপড় ব্যবসায়ী ছিলেন। তিনি চাঁদপুর থেকে সি.এন.জি যোগে বাড়ী ফেরার পথে দুর্ঘটনায় কবলিত হন। প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায় স্যানেটারী মালামাল বহনকারী একটি চলন্ত ট্রলি ট্র্রাকের উপর থেকে বাঁশ ছুটে এসে বিপরীত দিক থেকে আসা
অপচুনিন ফার্মা ঔষধ কোম্পানীর ঔষধ বহনকৃত পিকআপের ড্রাইভিং রুমে ঢুকে গেলে ড্রাইভার নিয়ন্ত্রন হারিয়ে ফেলে এবং চাঁদপুর ওয়ারলেছেরে দিক থেকে আসা যাত্রীবহনকারী সি.এন.জিতে সজোরে ধাক্কা দেয়। এতে করে সি.এন.জি টি ধুমড়ে মুছড়ে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। উক্ত দুর্ঘটনায় সিএন.জি ও পিকআপ চালক সহ ৫জন আহত ও ১জন নিহত হয়। আহতদের মধ্যে রয়েছে সি.এন.জি চালক বাদল(৩৫), সুমন (২৫) সুকুমার (৩০), আবুুল কালাম(৪০), রফিক উদ্দিন(৪০)। তৎক্ষনাৎ উপস্থিত এলাকাবাসীর সহযোগীতায় আহতদের দ্রুত চাঁদপুর জেনারেল হাসাপাতালে পাঠানো হয়। জানা যায় সি.এন.জিটির মালিক নয়ারাহাট এলাকার বাসিন্দা আহাসান ওরফে আশু। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত সি.এন.জিটি থানায় নিয়ে যায়।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।