চাঁদপুর: জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সড়ক ও জনপথ বিভাগের সামনে ট্রায়ারে আগুন দিযে সড়ক অবরোধের চেষ্টা করে শিবির কর্মীরা।
এ সময় তারা মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুরের চেষ্টা তারা। পরে ধাওয়া খেয়ে পালিয়ে যায় পিকেটাররা।
এছাড়া ভোর থেকেই সড়ক পথে সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রেন ও লঞ্চ চলাচল করছে। তবে দুরপাল্লার যান বন্ধ রয়েছে।
এদিকে, হরতালে নাশকতার আশঙ্কার অভিযোগে পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে জেলা জামাতের নায়েবে আমির সহ সোমবার রাতে ৮ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে।