শাহরিয়ার খান কৌশিক,
চাঁদপুর পুরান বাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে গাজা সম্রাট ও বহু মামলার আসামি গাঁজাসহ খালেককে আটক করেছে। বুধবার বিকেল পাঁচটায় পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ হোসেনের নেতৃত্বে মধ্য শ্রীরামদী মাদক ব্যবসায়ী খালেকের বাড়িতে অভিযান চালায়। এসময় গাঁজা খুচরা বিক্রি করার সময় হাতেনাতে ২৮ পুরিয়া গাঁজাসহ খালেককে আটক করতে সক্ষম হয়।
পুলিশ জানায়,চাঁদপুর পুরান বাজার থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করার জন্য পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত আছে। মাদকের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে। পুরান বাজারের মাদক মামলার আসামি গাঁজা ব্যবসায়ী খালেক মাদক বিক্রির খবর শুনে তার বাড়িতে অভিযান চালানো হয়। তারপর গাঁজাসহ আটক করে তাকে আসামী করে মাদক মামলা দায়ের করা হয়। এদিকে পুরান বাজার ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ যোগদান করার পর থেকেই একের পর এক মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়েছে। তার এই মাদক বিরোধী অভিযানকে পুরান বাজারবাসী স্বাগত জানিয়েছেন। ভবিষ্যতে পুরানবাজারের মাদকের গডফাদারদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।