প্রতিনিধি ==
১৮ দলীয় জোটের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে নিহত তাজুল ইসলাম ও সিয়ামের হত্যার প্রতিবাদে আজ ৪ ডিসেম্বর বুধবার চাঁদপুরে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে চাঁদপুর জেলা ১৮ দলীয় জোট। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় চাঁদপুর জেলা ১৮ দলীয় জোট জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমদ মানিকের মুনিরা বাসভবনে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্য,ে এই হরতাল কর্মসূচির ঘোষণা দেয়া হয়। জেলা বিএনপির সহ-সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য এস.এম. কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝির সঞ্চালনায় এ সাংবাদিক সম্মেলন অনুৃষ্ঠিত হয়।
বক্তারা বলেন, আজ থেকে ২৩ বছর আগে ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের এই দিনে চাঁদপুরে পুলিশের গুলিতে শহীদ জিয়াউর রহমান রাজু আত্মদান করেছিল। আজ ২৩ বছর পর একই দিনে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে ১৮ দলীয় জোট আন্দোলন করতে গেলে সকাল সাড়ে ১০টায় বিনা উস্কানিতে পুলিশ নির্বিচারে মিছিলের উপর গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী তাজুল ইসলাম পাটওয়ারী রতন মারা যায়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইসলামী ছাত্রশিবিরের কর্মী সিয়াম মস্তান মারা যায়। পুলিশের গুলিতে ৫০ এর অধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় জেলা বিএনপির সহ-সভাপতি শরিফ মোঃ ইউনুসসহ ৬ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশের এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন চাঁদপুর জেলা ১৮ দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। জেলা জামায়াতের আমীর ও ১৮ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক এ.এইচ. আহসান উল¬াহ মিয়া ও ১৮ দলীয় জোটর সদস্য সচিব জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমদ মানিক।
পুলিশের এই বর্বরোচিত হামলা ও মানুষ হত্যার প্রতিবাদে চাঁদপুর জেলা ১৮ দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক এবং ১৮ দলীয় জোটর সদস্য সচিব জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমদ মানিকের নির্দেশে আজ ৪ ডিসেম্বর বুধবার চাঁদপুর জেলায় সর্বাত্মক হরতাল ঘোষণা করেছেন। আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহ মোঃ মাকসুদুল আলম, সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, সদর থানা বিএনপির সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামান।
শিরোনাম:
শনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।