চাঁদপুর শহরের কুলিবাগান পুলিশের নির্যাতনে হয়ে শিকার দাঁত হারিয়ে মুদি দোকানদার বৃদ্ধা শিরাজ ভূইয়া(৬০) সদর হাসপাতালে আহত অবস্থায় ভর্তি হয়েছে। ঈদের দিন শুক্রবার রাত ১২ টায় চাঁদপুর মডেল থানার এসআই নুরুলহক সঙ্গিয় ফোর্স নিয়ে মাদক বিক্রেতা আবু তাহের শেখের মেয়ে শাহানাজের ভুল তথ্যের ভিত্তিতে বৃদ্ধা শিরাজ ভূইয়াকে জেটিসি কুলিবাগানে তার ঘর থেকে বেড় করে রাস্তায় এনে মারধর করেছে বলে তার পরিবাররা জানায়। সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কুলি বাগানের প্রায় শতাধিক মানুষ আহত বৃদ্ধ সিরাজ ভূইয়াকে মারধর করার প্রতিবাদে বিক্ষোপ করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়। এদিকে থানায় পুলিশকে মৌখিক অভিযোগকারী আবু তাহেরের স্ত্রী ও তার মেয়ে গতকাল শনিবার চাঁদপুর মডেল থানায় সিরাজ ভূইয়াকে আসাামী করে একটি অভিযোগ দায়ের করেন। আহত সিরাজ ভূইয়ার পরিবারের লোকজন ঘটনাটি তাৎক্ষণিক পুলিশ সুপার শামছুন্নাহার মহোদয়কে অবহিত করেন। তারা ঘটনার প্রতিবাদে সিরাজ ভূইয়ার পরিবারের লোকজন থানায় এসে অভিযোগ দায়ের করার চেষ্টা করে ব্যর্থ হয়। এই ব্যাপারে আহত সিরাজ ভূইয়া জানায়, ঈদ উপলক্ষ্যে পশু জবাই করে কসাই কাজ করে রাতে বাড়ি ফিরে। এসময় জিটিছি কুলি বগানের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী আবু তাহের শেখের ছেলে শাহাদাত শেখ কসাই কাজের টাকা নেওয়ার জন্য বাসায় আসে। এর পূর্বে শাহাদাত শেখ ও তার বাবা আবু তাহের শেখের সাথে বাকবিদন্ড হয়। আবু তাহের শেখের স্ত্রী ও মেয়ে শাহানাজ পুলিশকে ভুল বুঝিয়ে মাদক উদ্ধারের নামে বাড়িতে নিয়ে আসে। পুলিশ এসে টেনে হেছড়ে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে মারধর করে চারটি দাত ফালিয়ে দেয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ব্যাপক মারধর করে আহত করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। এব্যাপারে এসআই নুরুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, মদ্যপান করার অভিযোগে সিরাজ ভূয়াকে থানায় নিয়ে আসার জন্য চেষ্টা করলে সেই না আসার কারণে তাকে মারধর করা হয়েছে।
শিরোনাম:
রবিবার , ১৫ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।