শাহরিয়ার খান কৌশিক ॥
বিএনপি নেতৃত্বধিন ২০ দলীয় জোট, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে চাঁদপুর জেলা ছাত্রদল মিছিল বের করার চেষ্টা করলে মিছিলে বাঁধা দেয় পুলিশ। ২০ দলীয় জোটের কর্মসূচিতে পুলিশ বাঁধা প্রদানে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের করওেল পুলিশ তাদেও বাঁধা প্রদান করে পন্ড করে দেয়। এ সময় ছাত্রদল কর্মীরা দিকবেদিক ছুটাছুটি করে চাঁদপুর শহর জুরে আতংক সৃষ্টি করে ব্যাপক ভাংচুর ও বিভিন্ন স্থানে একের পর এক চোরা গোপ্তা হামলা চলতে থাকে। তাৎক্ষনিক পুলিশ বেশ কয়েকজনকে আটক করলেও ৩ জনকে চিহ্নিত করে মামলার আসামী দেখিয়ে আদালতে প্রেরণ করে। গত ৪ জানুয়ারী রোববার কয়েকদফা ছাত্রদল কর্মীরা শহওে এ ভাংচুরের তান্ডব চালায়। শুক্রবার সকাল থেকেই ২০ দলীয় জোট নেতৃবৃন্দের কর্মসূচি বাস্তবায়নের লক্ষে সকালের প্রথম প্রহরেই প্রাইভেট যানবাহন ছাড়াও বাস, ও লঞ্চ যোগে নেতা কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য ঢাকামুখি হয়। জেলা ও উপজেলার প্রতিটি বাস ষ্টেন্ড, লঞ্চঘাট সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিলো পুলিশের কঠোর সতর্কতা ও তল্লাশী। দিনব্যাপি শহরের প্রধান প্রধান সড়কের উপর চলমান যানবাহনের উপর পাড়া মহল্লার ভিতর থেকে আকস্মিক আক্রমন চলতে থাকে। দুপুর দেড় টার দিকে পুলিশের ধাওয়া খেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা কদম তলা স্কুলের সামনে গিয়ে সেভেন স্টার ট্রান্সপোর্টেও একটি গাড়ী ভাংচুর করে। এ ঘটনায় ট্রান্সকতৃপক্ষ সফিক বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় গাড়ী ভাঙচুর ও মালামাল লুটের একটি মামলা দায়ের করে। এ ঘটনায় মডেল থানার ওসি তদন্ত আরিচচুল হক , এএসআই নন্দন সরকার ও আলমগীর হোসেন,নতুন বাজার সিএসডি গোডাউনের সামনে থেকে মাহী সুলতান রাজিব নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে। বিকালের দিকে জেলা বিএনপি কার্যালয় সামনে থেকে জেলা ছাত্রদল একটি মিছিল বের করার চেষ্টা করে। মিছিলটি জোরপুকুর পাড় হয়ে কালীবাড়ী মোড় ঘুরে নতুন বাজার হয়ে আসার প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ তাতে বাঁধা প্রদান করলে মিছিলটি জোড় পুকুর পাড় হতে পূণরায় উল্টোদিকে ফিরে যায়। এরপর শুরু শহর জুরে ভাংচুর । বিকাল সাড়ে ৪ টায় শহরের নবনির্মিত মার্কেন্টাইল ব্যাংকের সামনের দিকে পাথর নিক্ষেপ করে থাই গ্লাস ভাংচুর করে। এছাড়াও অনন্যা মার্কেটের নিচতলার দুলাল সুইটস এর সামনের দিকের আয়না ভাংচুর সহ বিভিন্ন স্থানে অটোরিক্সা ও সিএনজির গ্লাস ভাংচুর করে। রাতে গাছতলা এলাকায় অর্ধশত গাড়ী ভাংচুর করে বিক্ষুব্ধরা। এসময় তারা চাঁদপুর রায়পুর মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। পুলিশ রাতব্যাপি বিএনপি ও ছাত্রদল নেতাদের বাড়ীতে অভিযান চালিয়েও তাদের গ্রেফতার করতে পারেনি। পরে ভাংচুরের ঘটনায় আটকৃতরা হলো কোড়ালিয়া এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে জসিম হোসেন (২৫), আনোয়ার হোসেনের ছেলে রিয়াদ হোসেন (২৭),হাসান আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন পাটওয়ারীর ছেলে রাজিব( ২২) কে আদালতে প্রেরণ করলে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়। এদিকে গতকাল জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবিার্ষির্কী র্যালী ও আওয়ামীলীগে সরকার গঠনের ১ বছর পূর্তি উপলক্ষে জেলা আওয়ামীলীগের আনন্দ মিছিল ও সমাবশে শেষে শহরের নতুন বাজার, সরকারি কলেজের সামনে ছাত্র দলের নেতা কর্মীরা ব্যাপক ভাংচুর চালায়। এ সময় পুলিশের সাথে ভাংচুরকারিদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।