পুলিশের বিশেষ অভিযানে বাধা প্রদান করায় আল-আমিন(৩৩) নামে ১ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত আল-আমিনের বাড়ি চাঁদপুরের পুরান বাজারে। পুলিশ সুপার সামছুন্নাহার এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) আফজাল হোসেনের নের্তৃত্বে গতকাল বুধবার রাত ১০ টা থেকে ১২ টা পযর্ন্ত শপথ চত্বরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ মটর সাইকেল চালক মোঃ আল-আমিন(৩৩) অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) আফজাল হোসেনের সাথে অশোভন আচরন ও পুলিশের কাজে বাধা প্রদান করায় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ছাড়াও অভিযানে ২ টি গাড়িজব্ধসহ ১৩টি মামলা করেছে ট্রাফিক পুলিশ। ট্রফিক ও পুলিশ যৌথভাবে শপথ চত্বরে রেজিস্ট্রেশনবিহীন গাড়ী ও হেলমেট ব্যবহার না করায় মটর সাইকেল আরোহীদের গতি রোধ করে কাগজ-পত্র পরীক্ষা-নিরীক্ষা করেন। কাগজ-পত্র পরীক্ষা-নিরীক্ষা কাজে সহযোগিতা করেন সার্জেন্ট রফিকুল ইসলাম রাকিব।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) আফজাল হোসেন জানান, রেজিস্ট্রেশনবিহীন গাড়ী দিয়ে যে কোন অপকর্ম করা সহজ। এক কথায় সকল অপকর্মের হোতা এ রেজিস্ট্রেশনবিহীন গাড়ী। হেলম্যাট ব্যবহার না করা আরো একটি অপরাধ। তাই রেজিস্ট্রেশনবিহীন গাড়ী চলতে দেয়া হবে না। নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে। আটককৃত আল-আমিন সম্পর্কে তিনি আরো বলেন, আল-আমিন হেলম্যাট ব্যাবহার করে নাই। তার গাড়ির ইনসুরেন্স ছিল না। সে পুলিশের কাজে বাধা প্রদান করে। তার আচরন ভাল না। তাই তাকে আটক করা হয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২১ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।