রফিকুল ইসলাম বাবু॥
চাঁদপুরে জঙ্গি নির্মূল কর্মসূচি হিসেবে পুলিশের ব্লক রেইড অভিযানে বৃহস্পতিবার রাত ১১ টায় পুলিশ সুপার শামছুন্নাহার পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান ও চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান মোল্লাসহ মডেল থানা পুলিশের সদস্যরা জঙ্গি বিরোধী ব্লকরেড অভিযান চালিয়ে শহরেরর বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকায় ও ছায়াবানী মোড় অভিযান চালিয়ে মেস মালিকসহ ৫ জনকে আটক করে। অভিযানকালে বিষ্ণুদী মাদ্রাসা সংলগ্ন ম্যাচের প্রতিটি কক্ষে তল্লাশী চালানো হয়। এ সময় উক্ত ম্যাচ থেকে দুটি ভাড়া মেস থেকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ হাজীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে শুক্কুর আলম (২০) কে আটক করা হয়। এছাড়া সঠিক কাগজপত্র না থাকায় হাইমচর উপজেলার নয়আনি লক্ষ্মীপুর গ্রামের মৃত আবদুল মান্নান পাটওয়ারীর ছেলে মাইনুল ইসলাম (২৪) এবং মেসের মালিক ভাড়াটিয়াদের তথ্য গোপন করায় মৃত আবু তাহের ভূঁইয়ার ছেলে মোঃ কবির হোসেনকে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এছাড়াও শহরের ছায়াবানী মোড় থেকে পুলিশ সুপার শামছুন্নাহার পিপিএম এর নেতৃত্বে ২ জনকে আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, পুলিশ সুপার অনেক আগে থেকেই ঘোষনা দিয়েছেন বিভিন্ন বাসা বাড়ি এবং মেস ভাড়াটিয়াদের তথ্য পরিচয় থানায় জমা দেওয়ার জন্য। আজ আমরা ব্লকরেড অভিযান চালিয়ে দুটি মেসে পাঁচ জনের তথ্য পরিচয় পাইনি। একজনকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ মোট দু জনকে আটক করেছি । এবং মেসের মালিক ভাড়াটিয়াদের তথ্য জমা না দেয়ায় তাকেও থানায় নেয়া হয়েছে। তিনি আরো বলেন,এখন থেকে যেসব বাসা বাড়ি কিংবা মেস মালিকদের কাছ থেকে ভাড়াটিয়াদের তথ্য পরিচয় না পাওয়া যাবে ওইসকল মেস মালিককে সাথে সাথে গ্রেফতার করা হবে। চাঁদপুর জেলা পুলিশের জঙ্গি নির্মূল কর্মসূচি হিসেবে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানাযায়।