চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৩পিচ ইয়াবাসহ ১ যুবককে আটক করেছে। গতকাল রবিবার মডেল থানার উপ-পরিদর্শক মোস্ত্মফা চৌধুরীর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক আহসান ও নোমান অভিযান চালিয়ে ৯নং বালিয়া ইউনিয়নের দেওয়ান বাড়ীর মৃত আমির হোসেন দেওয়ানের ছেলে শুক্কুর দেওয়ান (৩৫) ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার বসত ঘরে ডুকে তার শরীর তল্লাশি করে পকেটে মানি বেগে ৫৩পিচ ইয়াবা পায়। সে অত্র এলাকায় বহুদিন যাবৎ এ ইয়াবা ব্যবসা করে আসছে বলে জানা যায়। আটককৃত শুক্কুর পুলিশকে জানায়, সে পরিস্থিতির শিকার। বালিয়া ইউনিয়নের ইয়াবা বিক্রেতা হচ্ছে বোরকা রিপন ও তার ছোট ভাই বাদল। তারা বালিয়া ইউনিয়নসহ আশ পাশের এলাকায় মাদক বিক্রি করে আসছে। তার কাছ থেকে মাঝে মধ্যে সে ইয়াবা নিয়ে নিজে সেবন করে বলে জানায়। তার বিরুদ্ধে মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে ।
চাঁদপুর নিউজ সংবাদ