রফিকুল ইসলাম বাবু, :
জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। জেলা পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. নুরজাহান বেগম মুক্তা এমপি, অ্যাড. হোসনে আরা বাবলী এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমে, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী। হাজিগঞ্জ উপজেলার এসএসপি সার্কেল মো. হানিফের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, পুলিশ সদস্য মিতা রাণী বিশ্বাস। আলোচনা শেষে অতিথিদের ক্রেষ্ট প্রদান ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।