চাঁদপুরে পৃথক পৃথক সড়ক দুঘটনায় ৫জন হতাহতের খবর পাওয়া গেছে। গতকাল ৩ডিসেম্বর বুধবার বিভিন্ন উপজেলায় এ দুঘটনা ঘটে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর নয়ারহাট এলাকার মো. আহসান উল্ল্যার ছেলে মো. হাবিবুর রহমান (১৫) নয়ারহাট দ্বিনিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। গতকাল থেকে তার বার্ষিক পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে আরবি পরীক্ষা দিয়ে দুপুর ২টায় বাই সাইকেল চালিয়ে বাড়ি আসার পথে ফরিদগঞ্জ বালিকা বিদ্যালয়ের সামনে আসলে সাইকেল থেকে হাবিবুর রহমান মাথা ঘুরে রান্তার উপরে পড়ে যায়। এসময় সে রাস্তার উপরে থাকা পাইপের সাথে সজোরে আঘাত প্রাপ্ত হয়। স্থানীয় লোক জন তাকে ফরিদগঞ্জ স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। হাবিবের সহপাঠীরা তার বাড়িতে খবর দিলে পরিবারের লোক জন ছুটে আসে। আবস্থার অবনতি ঘটলে সেখানকার চিকিৎসক হাবিবকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরন করে। বিকেল সোয়া ৩টায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত বলে পরিবারের লোকজনকে জানায়। নিহত হাবিব ৮ভাই বোনের মধ্যে ৭নম্বর। এঘটনায় হাবিবের পরিবারের মধ্যে শোকের মাতন চলছে।
আপর দিকে একই এলাকার তারা মিয়ার ছেলে ছাদ্দাম হোসেন (২০) ও মতলব দক্ষিণ উপজেলায় সড়ক দুঘটনায় মতলব ঘোষ পাড়া এলাকার মৃত মানিক মিয়ার স্ত্রী বিউটি আক্তর (৩০) আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাজীগঞ্জ উপজেলার মৃত দ্বিন বন্ধু দাসের ছেলে আমূল্য চন্দ্র দাস (৬০) সড়ক দুঘটনায় গুরুতর আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ কলে। এছাড়াও নাছিমা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেয়।
শিরোনাম:
শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।