শরীফুল ইসলাম॥
চাঁদপুুরে পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ২৭ আগষ্ট সকালে চাঁদপুর জেলার মতলব দনি উপজেলার মাষ্টার বাজার বাকরা গ্রামে বকাউল বাড়িতে পানিতে ডুবে শিশু মৃত্যু ঘটনা ঘটে। ওই বাড়ির বশির বকাউলের শিশু পুত্র জাহিদ বকাউল (৬) বাড়ির অন্যান্য ছেলেদের সাথে পুকুরে গোসল করতে আসে এ সময় সাঁতার না জানার কারনে জাহিদ পানিতে ডুবে যায় । দীর্ঘ সময় পর পুকুরের পানিতে ভাসমান অবস্থায় বাড়ির লোকজন দেখতে পেয়ে উদ্বার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু বলে জানায়। অপর ঘটনাটি ঘটেছে ২৬ আগষ্ট বিকেল ৫টায় চাঁদপুর পৌর এলাকার ১৪নং ওয়ার্ডের উওর আশিকাটি গ্রামে। জানা যায় ওই গ্রামের আহিদ গাজীর বাড়ির ভাড়াটিয়া শাহিন গাজীর দ্বিতীয় সংসারের কন্য শিশু সোহাগি (দেড় বছর) মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের একটি খালের পানিতে পরে যায়। অনেক খুজা খুজির পর সোহাগী কে ওই খালের ব্রিজের পাশে পানিতে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য বলে জানিয়ে দেয়।
শিশু সোহাগির পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় সতিনের মধ্যে তুমুর দন্দ চলছে।শাহিন গাজীর প্রথমা স্ত্রী সাজেদা বেগম জানায়, তার স্বামী শাহিন গাজী তার অবর্তমানে আড়াই বছর পূর্বে বৃষ্টি বেগম (২০) নামে একতরুনী কে বিবাহ করে । বৃষ্টি বেগম তার দেড় বছর বয়সী শিশু কন্যা সোহাগীকে বড় সতিনের কাছে ৮/৯ মাস আগে রেখে গার্মেন্সে চাকুরি করার কথা বলে বাপের বাড়িতে চলে আসে। আর শিশু কন্য কে বড় সতিনের কাছে সোহাগী রেখে আসে। সেই সোহাগী পানিতে ডুবে মারা যায়। এ খবর পেয়ে বৃষ্টি বেগম ও তার পরিবারের লোকজন সাজেদা বেগম ও স্বামী শাহিনা গাজীকে মারধর করলে চাঁদপুর মডেল থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে পুলিশ শিশু সোহাগীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। ময়না তদন্ত শেষে সোহাগীর লাশ দাফন করা হয়।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।