শওকত আলী
পবিত্র ঈদুল ফিতরের একদিন আগে থেকে ঈদের ৩য় দিন বৃহস্পতিবার রাত পর্যন্ত চাঁদপুরের বিভিন্ন স্থানে সড়ক দুঘর্টনায় শিশু বৃদ্ধসহ প্রায় অর্ধশত জন নারী – পুরুষ আহত হয়েছে। এদের মধ্যে ১৫ জন হাসপাতালে ভর্তি রয়েছে। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল গুলোতে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন।
খবর নিয়ে জানাযায়, চাঁদপুর সদর উপজেলার বহরিয়া , চান্দ্রা, রঘুনাথপুর, বাবুরহাট, ওয়ারলেস,বাগাদী, মিশন রোড , ফরিদগঞ্জ,গাছতলাসহ বিভিন্ন স্থানে সিএনজি স্কুটার, অটোবাইক , মোটর সাইকেলসহ ছোট বড় সড়ক দুর্ঘটনায় শিশু এবং বৃদ্ধসহ বৃহস্পতিবার রাত পর্যন্ত সর্বমোট ৪৫ জন নারী পুরুষ আহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশ লোকই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতলে এসে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন। কেউ এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন আবার অনেকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও প্রেরন করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ব্রাদার আঃ রশিদ ও ছালামত মিয়া রেজিষ্ট্রার খাতা দেখে জানান, ঈদের একদিন আগে থেকে বৃস্পতিবার রাত ৮টা পর্যন্ত হাসপাতালে সর্বমোট ৪৫ জন নারী, পুরুষ ও শিশু যাত্রী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাসেবা নিয়েছেন। এদের মধ্যে যারা একটু বেশি আঘাতপ্রাপ্ত তাদের মধ্যে ১৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন আর যাদের অবস্থা মোটামুটি ভালো তারা প্রাথমিক চিকিৎসাসেবা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।
শিরোনাম:
বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৯ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।