শরীফুল ইসলাম :
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদখার দোকান ও মঠখোলা এলাকায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টায় চাঁদখার দোকান এলাকায় চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী বোগদাদ বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় মো. বারেক ছৈয়াল (৬০) এবং দুপুর সাড়ে ১২টায় মঠখোলা এলাকায় ট্রাক্টরের ধাক্কায় নিহত হয় ভ্যান চালক কাদির হোসেন (৩০)। প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের চিকিৎসকরা জানায়, নিহত বারেক ছৈয়াল সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ছৈয়াল বাড়ীর মৃত হায়দার ছৈয়ালের ছেলে। তিনি গতকাল সকালে রাস্তায় পায়চারি করার সময় হঠাৎ করে আসা বোগদাদ বাস তাকে স্বজোরে ধাক্কা দিয়ে বাসটি দ্রুত গতিতে চলে যায়। স্থানীয় লোকজ তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলেও ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। পরে স্বজনরা নিহতের লাশ বাড়িতে নিয়ে যায়। অপর নিহত কাদির হোসেন হাইমচর উপজেলার আলগী এলাকার ইব্রাহীম শেখের ছেলে। সে চাঁদপুর অলিম্পিক কোম্পানীর ভ্যান চালক। সকালে সে মালামাল নিয়ে চাঁদপুর থেকে বাবুরহাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। ঘটনাস্থলে স্থানীয় কামাল হোসেনের মালিকানাধীন ট্রাক্টরটি তাকে চাপা দিয়ে চলে যায়। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসারত অবস্থায় প্রায় আধাঘন্টা পর চিকিৎসক সিরাজুল ইসলাম মৃত বলে জানান। এই মৃত্যুর ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানাযায়।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।