রফিুকল ইসলাম বাবু॥
চাঁদপুরে পেশাজীবী মোটরযান চালকদের সড়ক নিরাপত্তা সচেতনতা বিষয়ক র্যালী ও আলোচনা সভা শনিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) বিজয় ভূষন পাল। জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমির আবদুল্লাহ মো. মঞ্জুরুল করিম, ব্যবসায়ী শাহিদুর রহমান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ চাঁদপুর এর উপ-পরিচালক শেখ মো. ইমরান। সভায় বক্তাগন চালকদের প্রশিক্ষণ গ্রহন ও ট্রাফিক আইন মেনে চলার জন্য আহবান জানান। আইন মেনে চলে সড়ক চলাচল নিরাপদ এবং দূর্ঘটনা হ্রাস পাবে।