শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর তীর থেকে মাটি কেটে নেওয়ার দায়ে দুইজনকে দুই মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবিদা সুলতানা এই রায় প্রদান করেন। এই ঘটনায় দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, বঙ্গজ ড্রেজার নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রকৌশলী মো. তুহিনুজ্জামান ও সাবেক ছাত্রলীগ নেতা এমদাদ হোসেন সুমন।
সরকারি কোন অনুমতি ছাড়াই অভিযুক্তরা চাঁদপুর প্রেসক্লাবের পেছনে ডাকাতিয়া নদীতীর থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিচ্ছিল। জেলা প্রশাসক আব্দুর সবুর মন্ডলের নজরে এলে তিনি তাৎক্ষনিক ঘটনাস্থলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবিদা সুলতানাকে পাঠান।
তারা ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে অভিযুক্ত ওই দুইজনকে দুই মাস করে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ।
পরে সদর মডেল থানা পুলিশ মো. তুহিনুজ্জামান ও এমদাদ হোসেনকে জেলহাজতে পাঠিয়ে দেয়।
বিআইডব্লিটিএর বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, চক্রটি অবৈধভাবে বিনা অনুমতিতে নদীর তীরের মাটি কাটছিলো তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় ।