চাঁদপুরে ডিসের কালেকশান আনতে গিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও তার দৃশ্য ভিডিও ধারণের ঘটনায় পুলিশ ধর্ষক ডিস ব্যবসায়ী পারভেজ গাজীকে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার তাকে চাঁদপুর আদালতে পাঠালে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে, গতকাল বুধবার রাতে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সত্যতা নিশ্চিত করেছেন,চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ
নির্যাতনের শিকার নারী জানান,গতকাল বুধবার রাত ৮টার দিকে আশিকাটি গ্রামের হুমায়ুন গাজীর ছেলে ডিস ব্যবসায়ী পারভেজ গাজী (২৮) ডিস বিল আদায়ের কথা বলে তার ঘরে প্রবেশ করে। এসময় তার ছোট দুই ছেলেমেয়ে ঘরে তখন ঘুমিয়ে ছিল। পারভেজ গাজী ঘরে ঢুকে ওই গৃহবধূকে অস্ত্রের ভয় দেখিয়ে জোর পূর্বক তাকে উপযূপরি ধর্ষণ করে।
শুধু ধর্ষণই নয়,পারভেজ গাজী ওই গৃহবধূর স্মাটফোন ছিনিয়ে নিয়ে সেই মোবাইল দিয়ে নির্যাতনের দৃশ্য ভিডিও করে ধারন করে রাখে। বিষযটি কাউকে জানালে তার ছবি সর্বত্র ছড়িয়ে দেয়ারও হুমকি দেয় গৃহবধূকে। এসময় পারভেজ গৃহবধূর নিকট থেকে মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায় বলে ওই গৃহবধূ জানায়।
পরে ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ ওই রাতেই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত পারভেজ গাজীকে আটক করে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় ওই নারী একটি ধর্ষণ মামলা করেছেন বলে থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ স্বীকার করে জানান।